মুখোমুখি IntervieWপৃষ্ঠাসমূহ

ফিরে দেখা FlashBacK

ফিরে দেখাFlashBacK

ওস্তাদ আয়েত আলী খাঁ

বিখ্যাত সঙ্গীতজ্ঞ বাদ্যযন্ত্রের উদ্ভাবক ওস্তাদ আয়েত আলী খাঁ ১৮৮৪ সালের ২৬ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার সঙ্গীতে হাতেখড়ি বড়ভাই ফকির আফতাব উদ্দীনের কাছে। পরবর্তী সময়ে তিনি ভারতের মাইহারে যান এবং সেখানে অপর বড়ভাই ওস্তাদ আলউদ্দীন খাঁর কাছে সেতার এবং সুরবাহারে প্রশিক্ষণ নেন। ঘটনাক্রমে আলাউদ্দীন খাঁ আয়েত আলীকে নিজের সঙ্গীতগুরু ইয়াজির খানের কাছে পাঠান রামপুরে। এখানে আয়েত আলী একটানা ৩০ বছর প্রশিক্ষণ নেন। ওয়াজির খানের আশীর্বাদপুষ্ট আয়েত আলী মাইহারের রাজসঙ্গীতজ্ঞ হিসেবে জায়গা করে নেন। এখানে তিনি ভাই আলাউদ্দীনের সঙ্গে দেশী যন্ত্রপাতি দিয়ে গান করতেন। ১৯৩৫ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে তিনি শান্তিনিকেতনে যোগ দেন যন্ত্রসঙ্গীত বিভাগের প্রধান হিসেবে। তবে স্বাস্থ্যগত কারণে তিনি শান্তিনিকেতন ছেড়ে ব্রাহ্মণবাড়িয়া চলে আসেন। মনোহরা এবং মন্ত্রনাদ নামে দুটি বাদ্যযন্ত্রের উদ্ভাবন করেন তিনি। ভরিস, হেমন্তিকা, আওল বসন্ত, অমর সোহাগ, শিব-বেহাগ, বসন্ত ভাইরন, মিশ্র সারেং প্রভৃতি তার আবিষ্কৃত রাগ। ১৯৪৮ সালে কুমিল্লায় তিনি আলাউদ্দিন মিউজিক কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৬১ সালে তিনি তমঘা-ই ইমতিয়াজ এবং ১৯৬৬ সালে প্রাইড অব পারফরমেন্স পুরস্কারপ্রাপ্ত হন পাকিস্তান সরকার কর্তৃক। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমী পুরস্কার এবং স্বাধীনতা দিবস পুরস্কারও লাভ করেন।
১৯৬৭ সালে তিনি ইন্তেকাল করেন।