মুখোমুখি IntervieWপৃষ্ঠাসমূহ

এপ্রিল ২৭, ২০১১

রবীন্দ্রনাথের ভূমিকায় নির্মলেন্দু গুণ

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আরটিভি নির্মাণ করছে বিশেষ নাটক ‘অস্ত্র’। অস্ত্র লিপিকার একটি গদ্য কবিতা। বনমালি ও পরমার অস্ত্র প্রেমের গল্প এটি। এ নাটকে রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছেন কবি নির্মলেন্দু গুণ। অস্ত্র নাটকের মূল ভাবনা ও পরিকল্পনা করেছেন রবি শঙ্কর মৈত্রী। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু। নাটকটি ২৫ বৈশাখ বোরবার রাত ৭টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হবে।

এপ্রিল ২৬, ২০১১

ফিরে দেখা FlashBacK

কবিতা

  কেনো এতো অবসাদ,তোর চোখে

আনমনা আনোয়ার

ঈশ্বর ও ইবলিস দ্বৈত শাসক মনের
আপন ধীগুনে আমরা তাদের করি বন্দনা
কি,ঠিক বলিনি -ডাগর নয়না ?
ঈশ্বর -অর্থাৎ সৃষ্টিকর্তা,অন্তরযামী,করুনাকর...
যাঁর কাছে সমর্পিত ভালোলাগা-ভালোবাসা মোর ;
ইবলিস -অর্থাৎ পাপাত্মা,পথভ্রষ্টা,প্রতারক...
যার কাছে পরাজিত তুই !
আমি হারিনি লাজুক লতা -
কিন্তু কেনো এতো অবসাদ,তোচোখে !
ও চোখে মানায় না যা ।
তবে কি,হয়নি শেষ হুতাশনে পুড়ে
            তোর মনস্তাপ আজো !!